এই গল্প বোধ হয় সবাই জানি। সেই যে এক ছাত্র শুধুই “গরু” রচনা জানতো। ভরভর করে মুখস্ত বলতো “গরু একটি চতুস্পদী গৃহপালিত প্রানী। তার দুই চোখ, দুই কান, একটা লম্বা লেজ ছিলো। অবসর সময়ে সে জাবর কাটে…”
শিক্ষক একবার রচনা লেখতে দিলেন “আমাদের গ্রাম”। ছাত্র লিখলেন “ আমাদের গ্রাম খুব সুন্দর গ্রাম। এখানে মাঠ আছে। মাঠে গরু চরে। গরু একটি চতুস্পদী গৃহপালিত প্রানী। তার দুই চোখ, দুই কান, একটা লম্বা লেজ ছিলো। অবসর সময়ে সে জাবর কাটে…
পরের দিন শিক্ষক দিলেন “বাংলাদেশের নদ নদী” ছাত্র লিখলো...”বাংলাদেশের অনেক নদ নদী। প্রতিটা নদীর পাশেই মাঠ আছে। সেখানে গরু চলে। গরু একটি চতুস্পদী গৃহপালিত প্রানী। তার দুই চোখ, দুই কান, একটা লম্বা লেজ ছিলো। অবসর সময়ে সে্ জাবর কাটে…”
শিক্ষক মহা চিন্তায় পড়লেন।অনেক ভেবে এবার লিখতে দিলেন “ বিজ্ঞান আশির্বাদ না অভিশাপ” ছাত্র উত্তর লিখলো “বিজ্ঞান আশির্বাদ না অভিশাপ? এটা অত্যন্ত গুরুত্বপুর্ন প্রশ্ন। কিন্তু বিজ্ঞান কি? জ্ঞান কি? সবার জ্ঞান এক নয়। আমার জ্ঞান আর একটা গরুর জ্ঞান এক নয়। গরু একটি চতুস্পদী গৃহপালিত প্রানী। তার দুই চোখ, দুই কান, একটা লম্বা লেজ ছিলো। অবসর সময়ে সে জাবর কাটে…”
প্রিয় রাজনীতিবিদ গন, আপনাদের কারো জানা রচনার নাম “মুক্তিযুদ্ধ” কারো জানা রচনার নাম “ইসলাম” কারো জানা রচনার নাম “গনতন্ত্র”। সেইসব আমাদেরও জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ন রচনা , কোন সন্দেহ নাই। কি তু যেখানে সেখানে অযাচিত ভাবে শুধু এক রচনা বলেই যদি মাফ পেতে চান তাহলে আমাদের সেই গরু রচনার লাইন গুলোই মনে পড়ে...
গরু একটি চতুস্পদী গৃহপালিত প্রানী। তার দুই চোখ, দুই কান, একটা লম্বা লেজ ছিলো। অবসর সময়ে সে জাবর কাটে…
আপনাদের জাবর কাটা আর কত???
No comments:
Post a Comment