মাওলানা জালালুদ্দিন রুমি তার একটি কবিতাতে সুলতান মাহমুদ নামের এক বাদশার ঘটনা উল্লেখ করেছিলেন। ঘটনা টি এরকমঃ
সুলতান মাহমুদের সংগ্রহে খুব দুষ্প্রাপ্য এবং দামী একটি মুক্তা ছিলো। একদিন সুলতান তার সকল মন্ত্রী এবং সভাসদ দের আনুগত্য পরীক্ষা করতে চাইলেন। তিনি সকল কে ডাক দিয়ে সেই দামী মুক্তা টি ভেঙ্গে ফেলতে নির্দেশ দিলেন। একে একে ৬৫ জন মন্ত্রী মুক্তা টি ভাঙ্গতে অপারগতা প্রকাশ করলো। কারন হিসাবে তারা সুলতান কে জানালো, মুক্তা টি অনেক অনেক দামী। তাই ভেঙ্গে ফেলা টা ঠিক হবেনা।
সুলতান সর্বশেষে আয়াজ নামে তার খুব বিশ্বস্ত সভাসদ কে ডাকলেন এবং মুক্তা টি ভাংতে বললেন। আয়াজ কোনো রকম দ্বিধায় না ভুগে সাথে সাথেই মুক্তা টি ভেঙ্গে টুকরো টুকরো করে ফেললেন। সমস্ত মন্ত্রী এবং সভাসদ গণ বিস্ময়ে হতভম্ব হয়ে গেলো। তারা আয়াজ এর কাছে কোনো রকম দ্বিধা বা চিন্তা না করেই মুক্তা টি ভেঙ্গে ফেলার কারন জানতে চাইলেন।
আয়াজ মন্ত্রীদের কাছে পাল্টা প্রশ্ন করলেন, কোনটা বেশী গুরুত্বপূর্ণ - বাদশার নির্দেশ নাকি দামী মুক্তা টি?
সুলতান মাহমুদের সংগ্রহে খুব দুষ্প্রাপ্য এবং দামী একটি মুক্তা ছিলো। একদিন সুলতান তার সকল মন্ত্রী এবং সভাসদ দের আনুগত্য পরীক্ষা করতে চাইলেন। তিনি সকল কে ডাক দিয়ে সেই দামী মুক্তা টি ভেঙ্গে ফেলতে নির্দেশ দিলেন। একে একে ৬৫ জন মন্ত্রী মুক্তা টি ভাঙ্গতে অপারগতা প্রকাশ করলো। কারন হিসাবে তারা সুলতান কে জানালো, মুক্তা টি অনেক অনেক দামী। তাই ভেঙ্গে ফেলা টা ঠিক হবেনা।
সুলতান সর্বশেষে আয়াজ নামে তার খুব বিশ্বস্ত সভাসদ কে ডাকলেন এবং মুক্তা টি ভাংতে বললেন। আয়াজ কোনো রকম দ্বিধায় না ভুগে সাথে সাথেই মুক্তা টি ভেঙ্গে টুকরো টুকরো করে ফেললেন। সমস্ত মন্ত্রী এবং সভাসদ গণ বিস্ময়ে হতভম্ব হয়ে গেলো। তারা আয়াজ এর কাছে কোনো রকম দ্বিধা বা চিন্তা না করেই মুক্তা টি ভেঙ্গে ফেলার কারন জানতে চাইলেন।
আয়াজ মন্ত্রীদের কাছে পাল্টা প্রশ্ন করলেন, কোনটা বেশী গুরুত্বপূর্ণ - বাদশার নির্দেশ নাকি দামী মুক্তা টি?
...পৃথিবীতে আমাদের কাছে ঐ মুক্তা টির মত প্রিয় অনেক বস্তু বা কাজ আছে যা আমাদের কাছে অনেক মুল্য বহন করে। ঘুষখোদের কাছে ঘুষ এর মুল্য অনেক, হেরোইন কিংবা ইয়াবাখোরদের কাছে তাদের নেশার বস্তু সবচেয়ে বেশি দামী, পরকীয়া, ব্যভিচারে আসক্ত ব্যক্তিদের কাছে আর সবকিছুর চেয়ে তাদের পাপ কাজ বেশি উপভোগ করে। অর্থাৎ, আমাদের কাছে মনের ইচ্ছা বা চাওয়া টাই বেশি মুল্যবান। কোনো সন্দেহ নেই, মন যা চায় তা করতে ভাল লাগে। নিষিদ্ধ চাওয়া পুরন করতে আনন্দ লাগে। যদিও আল্লাহ আমাদের কে এগুলো করতে নিষেধ করেছেন।
প্রশ্ন হলো, আমাদের কাছে কোন টা বেশি গুরুত্বপূর্ণঃ আল্লাহ তায়ালার আদেশ, নাকি আমাদের মন যেটা চাচ্ছে সেটা?
আল্লাহ আমাদের কে তার আদেশ গুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন।
No comments:
Post a Comment