সোনা দিয়া বানধাইয়াছি ঘড়
ও মন রে ঘোন এ করলো জরজর
আমি কি করে বাস করিব এই ঘরে
তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
তিন টোকরার এই নৌকা খানি
গাং আ গানহ এ ছুওায় পানি
আমি কি করে শেছব নউকার পানি
তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
আশি রাইতে ভবের মাঝারে
ও মন রে সপ্ন দেইখা রল্লি ভুলে
আমার এই সপন কি মিথ্যা হইতে পারে রে
হায়রে তুই সে আমার মন
মন তরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
No comments:
Post a Comment