বাংলাদেশে খাবারের দোকানে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিনই কোথাও না কোথাও নতুন কোন রেস্টুরেন্ট বা ফুড কার্ট বসছে আর সেগুলোতে একটি খাবার নিশ্চিত ভাবেই পাওয়া যায়, সেটা হল বার্গার। আপনি বাইরের খাবার-দাবার পছন্দ করেন অথচ বার্গারে কোনদিন একটা বাইট দিয়ে দেখেননি সেটা অবিশ্বাস্য! আবার অনেকেরই বাইরের খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় হল বার্গার। তাই আজ আমরা ঢাকার সবচেয়ে মজাদার ৬টা বার্গার নিয়ে কথা বলব যেগুলা (আমাদের দৃষ্টিতে) না খেলেই নয়। তারপর আপনারা খাওয়ার পর সেগুলোকে 'বেশি জোস', 'অস্থির', 'মাক্ষন' নাকি অন্য কোন উপমায় ভূষিত করবেন সেটা আপনার ব্যাপার। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করিঃ
১) Beef Cheesy Delight
রেস্টুরেন্টঃ Takeout
দামঃ ২২০ টাকা
২) Madame Lucy
রেস্টুরেন্টঃ Madchef
দামঃ ৩৬০ টাকা
৩) Grilled Chicken Burger
No comments:
Post a Comment