ভালবাসার তাবিজ
একজন মহিলা এক হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আমাকে এমন একটি তাবিজ দিন, যেন আমার স্বামীজী আমার ভালবাসায় পাগল হয়ে যায়। আমাকে ছাড়া অন্য কিছু না ভাবে। কারণ তিনি খুব বদ মেজাজি, রাগী। আমার মনে হচ্ছে তিনি আমাকে খুব একটা দেখতে পারেন না।
হুজুর সব শুনে বললেন, এই তাবিজের জন্য সিংহের ঘাড়ের পশম লাগবে।
মহিলা চিন্তিত হয়ে ফিরে আসলেন। পরিচিত কয়েকজনের সাথে এ নিয়ে আলাপ করে জানলেন, সিংহ ক্ষুধার্ত অবস্থায়ই শুধু হামলা করে। পেট ভরা থাকলে হামলা করেনা।
মহিলা সে দিন থেকেই নিকটস্থ গহীন জংগলে গিয়ে দূর থেকে সিংহের অবস্থান লক্ষ্য করে গোশত নিক্ষেপ করে আসত লাগল। এভাবে ক্রমাগত গোশত দিতে দিতে সিংহটির সাথে তার একটা ভাব হয়ে গেল। মহিলাটিও দিনদিন তার একটু একটু কাছে যেতে লাগল। এভাবে সে অনেকটা পোষ মেনে গেলে মহিলাটি তাকে খাবার দেওয়ার সময় মাথায় ঘাড়ে একটু একটু হাত বুলিয়ে দিতে থাকল। এভাবে সহজেই একদিন তার ঘাড়ের পশম এনে হুজুরের কাছে বড় আশা নিয়ে উপস্থিত হল যে, আজ অনেকদিন পর আমার মনের আশা পুর্ণ হতে যাচ্ছে। এবার আমার থেকে আমার স্বামীজীর অবুঝ ভালোবাসা কেউ ঠেকাতে পারবেনা।
হুজুর তার হাতে সিংহের কেশ দেখে জিজ্ঞাসা করলেন, আপনি এই অসাধ্য সাধন কেমনে করলেন?
মহিলা তার পুরো ঘটনা সবিস্তারে শুনালেন যে তিনি প্রথমেই সিংহের মন কেমনে পাওয়া যায় সেটা জেনে নিয়ে বহুদিনের চেষ্টা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তার লক্ষ্যে সফল হয়েছেন।
তখন হুজুর বললেন, দেখ বোন তোমার স্বামী যত রাগীই হোকনা কেন এই সিংহের চেয়ে হিংস্র বা রাগী অবশ্যই নয়। সুতরাং তুমি স্বামীর ভালবাসা পেতে জীবনবাজী রেখে সিংহের পিছনে যে পরিশ্রম করেছ তার চেয়েও কম পরিশ্রমে তুমি যদি স্বামী কি কাজ পছন্দ করে, কোন কথা বা আচরনে খুশী হয় তা জেনে নিয়ে তার মত চল তাহলে তোমার প্রতি তোমার স্বামীর ভালবাসার জন্য আর কোন তাবীজের প্রয়োজন হবেনা।
কারণ তুমিই তোমার স্বামীর ভালবাসার জন্য পুরো একটা তাবিজ
(www.blogkori.tk)
(www.blogkori.tk)
No comments:
Post a Comment