অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক ও অনুবাদক সালেহ ফুয়াদের অনুবাদকৃত প্রথম বই "সালমান রুশদি ও মিছিলের রাজনীতি"।
মূল বইটি লিখেছেন বিখ্যাত ভারতীয় ইসলামী চিন্তাবিদ মাওলানা ওয়াহিদুদ্দিন খান। সালমান রুশদির উপন্যাস "The Satanic Verses" নিয়ে খোমেনির ফতোয়াবাজী, ধর্ম ও গণমাধ্যমের রসায়ন এবং ধর্ম নিয়ে মুসলিমদের করা মিছিলের রাজনীতি নিয়েই বইটি লেখা হয়েছে৷ বইটির অনুবাদক সালেহ ফুয়াদ পরিবর্তন ডটকমকে জানান, সাম্প্রতিক বিশ্বে যে ক্রমাগত গুপ্তহত্যা চলছে— এর পেছনে উগ্রবাদীদের যে 'যুক্তি' আর 'দলিল' রয়েছে, ইসলামের-ই রেফারেন্সের মাধ্যমে এ বইয়ে সেগুলোকে ভুল প্রমাণ করা হয়েছে৷
বইটি পড়তে পড়তে পাঠক সাম্প্রতিক বাংলাদেশ যে সমস্যায় ভূগছে তা থেকে উত্তরনেরও একটি সমাধান পাবেন বলে তরুণ এই অনুবাদক আশা ব্যক্ত করেন।
চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত বইটি মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনের ৬৩৪-৬৩৫ নং স্টলে পাওয়া যাবে।
No comments:
Post a Comment