উমরা হজ্জের ফজিলত ও নিয়মাবলী:
উমরারফজিলত :=
عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنهُ: أنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ: «العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلا الجَنَّةُ». متفق عليه.
১) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রাসুলুল্লাহসাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লামইরশাদকরেন,এক উমরাহঅন্যউমরাহপর্যন্তমধ্যবর্তীসবকিছুরকাফফারা।আরমাবরুরহজেরএকমাত্রপ্রতিদানহলোজান্নাত। ( বুখারীওমুসলিম)
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُما قَالَ: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: «تَابعُوا بَيْنَ الحَـجِّ وَالعُمْرَةِ فَإِنَّـهُـمَا يَــنْــفــِيَــانِ الــفَــقْــرَ وَالــذنــُوبَ كَمَا يــَنْــفِــي الــكِــيــرُ خــَبــَث الــحَــدِيــدِ». أخرجه النسائي.
২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামআরোবলেছেনঃতোমরাবারবারহজ্জওউমরাহআদায়কর, কেননাএদুটোদরিদ্রতাওগুনাহকেসেভাবেমুছেফেলে, যেভাবেকর্মকারেরহাওয়াদেয়ারযন্ত্রলোহারময়লাকেদূরকরেথাকে।(নাসায়ী- হাদীসসহীহ)
ইহরাম:
ইহরামের কাপড় পরা ও নিয়ত করার আগে শরীরের প্রয়োজনীয় পরিস্কারপরিচ্ছন্নেরকাজকরেনিতেহবে।পুরুষরাইহরামেরজন্যপ্রস্তুতকৃতসাদাদুটিচাদরওমহিলারাতাদেরসাধারণপোষাকপরেমিকাতছেড়েযাওয়ারসময়অন্তরেরনিয়তেরসাথেবলবেনঃ(لَبَّيْكَ عُمْرَةً أَوْ اللَّهُمَّ لَبَّيْكَ عُمْرَةً) লাব্বাইকাউমরাতান, বাআল্লাহুম্মালাব্বাইকাউমরাতান।উমরাযদিঅন্যেরপক্ষথেকেহয়তবেঅন্তরেরনিয়তেরসাথে(لَبَّيْكَ عُمْرَةً عَنْ) লাব্বাইকা উমরাতান আন এর পরেতারনামউচ্চারণকরতেহবে।কাবাঘরদেখারআগপর্যন্ততালবিয়াওঅন্যান্যসবধরনেরদুয়াপড়তেহবে।তালবিয়াহলোঃ
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيْكَ لَكَ)
(লাব্বাইকাআল্লাহুম্মালাব্বাইক,লাব্বাইকালা-শারীকালাকালাব্বাইক,ইন্নালহামদাঅন্নি‘য়মাতালাকাওয়ালমুল্কলাশারীকালাক)।
ইহরামের নিয়ত করারকারণে কিছু কাজনিষিদ্ধ হয়ে যায়সেগুলো হলোঃ
(১) সেলাইকরেপ্রস্তুতকৃতপোষাকপরা(পুরুষদেরজন্য)।(২) মাথারসাথেলেগেথাকেএমনজিনিসদ্বারামাথাঢাকা।(৩) ইচ্ছাকৃতভাবেমাথারচুলওশরীরেরপশমকাটাবাউঠান।(৪) হাতপায়েরনখকাটা।(৫) আতরবাসুগন্ধিজাতীয়জিনিসব্যবহারকরা।(৬) স্থলচরপ্রাণীশিকারকরা।(৭) স্বামী-স্ত্রীমিলনকরাবাএজাতীয়বিষয়েআলাপআলোচনাকরা।(৮) বিবাহেরপ্রস্তাবদেয়াবাবিবাহবন্ধনেআবদ্ধহওয়া।(৯) মহিলাদেরজন্যহাতমোজাব্যবহার, মুখঢাকা(তবেলোকজনেরসামনেঅবশ্যইমুখঢাকতেহবে)।(১০) মক্কাওমদিনারহারামসীমানারগাছগাছালীকাটা, ভাঙ্গা, উপড়ান(সর্বাস্থায়)।(১১) মক্কাওমদিনারহারামসীমানায়পরেথাকাজিনিসনেয়া(তবেতামালিককেদেয়ারজন্যউঠানযাবে)।
মক্কাতেপৌঁছারপরকাজসমূহঃ
(১) তওয়াফঃ মক্কাতেপৌঁছেতওয়াফেযাওয়ারআগেওযুকরেনিতেহবে।কেননাতওয়াফেরজন্যওযুশর্ত।নামাযেরসময়নিকটবর্তীনাহলে, মসজিদেপ্রবেশকরেতাহিয়াতুলমসজিদনাপড়েসরাসরিতওয়াফেযেতেহবে।তওয়াফশুরুরআগেপুরুষদেরজন্যইজতেবাবাডানকাঁধখালিকরতেহবে, অর্থাৎচাদরেরমধ্যভাগডানকাঁধেরনিচেদিয়েনিয়েবামকাঁধেরউপরধারণকরতেহবে।(بِسْمِ الله اَللهُ أَكْبَرُ)(বিসমিল্লাহ আল্লাহু আকবার) বলেহাজরেআসওয়াদচুমাবাস্পর্শকরারমাধ্যমেতওয়াফশুরুকরতেহবে।চুমাবাস্পর্শকরারসুযোগনাহলে, হাজরেআসওয়াদবরাবরগিয়েশুধুডানহাতদ্বারাহাজরেআসওয়াদেরদিকে(اَللهُ أَكْبَرُ)(আল্লাহু আকবার) বলে ইশারার মাধ্যমে তওয়াফশুরুকরতেহবে।হাতেচুমাখেতেহবেনা।হাজরেআসওয়াদেরআগেরকোণরুকনেইয়ামানীতেপৌঁছাপর্যন্তসময়ে, কুরআনতেলাওয়াতওযেকোনধরণেরদুয়াপড়াযায়, এসময়টুকুতেনির্ধারিতকোনদুয়াহাদীসেআসেনাই।তবেরুকনেইয়ামানীওহাজরেআসওয়াদেরমাঝেনির্ধারিতএকটিদুয়াআছে, দুয়াটিহলোঃ(رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ) (রব্বানা আতিনা ফিদ দুনইয়া হাসানাহ ওয়াফিলআখিরাতেহাসানাহওয়াকিনাআযাবান্নার)।উভয়রুকনেরমাঝেউল্লেখিতদুয়াটিপড়তেহবে।রুকনেইয়ামানীস্পর্শকরারসুযোগহলে(بِسْمِ الله اَللهُ أَكْبَرُ) (বিসমিল্লাহ আল্লাহু আকবার) বলেডানহাতদ্বারাস্পর্শকরতেহবে।রুকনেবাহাতেচুমাখাওয়াযাবেনাএবংস্পর্শকরতেনাপারলেইশারাকরতেহবেনা।হাজরেআসওয়াদথেকেতওয়াফশুরুকরেআবারহাজরেআসওয়াদেআসলেএকতওয়াফহয়।এভাবেসাততওয়াফবাচক্করশেষকরেউভয়কাঁধঢেকে, মাকামেইব্রাহীমেরপিছনে(নামাযপড়ারউপযুক্তস্থানপেলে) দুরাকাতনামাযপড়তেহবে।ভীরেরকারণেসম্ভবনাহলেমসজিদেরযেকোনস্থানেপড়লেইচলবে।(২) সায়ীঃ এখন সায়ী করার জন্য ছফা মারওয়া পাহাড়ে যেতে হবে। শুধু ছফাতে আরোহণের সময়এআয়াতঃ(إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ الله) ِ (ইন্নাছ ছফা অল মারওয়াতা মিনশায়া-ইরিল্লাহ) পড়তেহবে।পাহাড়েআরোহণকরেকিবলামুখীহয়ে, দুয়ারজন্যদুহাতউঠিয়ে৩বারঃ– لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ
(লা ইলাহাইল্লাল্লাহুঅল্লাহুআকবার) বলেনিম্নেরদুয়াটিঃ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كَلِّ شَىْءٍ قَدِيرٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহুলাশারীকালাহ, লাহুলমুলকুওয়ালাহুলহামদুওয়াহুয়াআলাকুল্লিশাইয়িনক্বদীর,লা ইলাহাইল্লাল্লাহুওয়াহদাহু,আনযাজাওয়াদাহু,ওয়ানাসারাআবদাহু,ওয়াহাযামালআহযাবাওয়াহ্দাহু।তিনবারএদুয়াটিওমধ্যখানেঅন্যান্যদুয়াপড়তেহবে।এখনমারওয়ারদিকেযেতেহবে।কিছুদূরগেলেদুটিসবুজচিহ্নপাওয়াযাবে।দুচিহ্নেরমাঝেশুধুপুরুষদেরকেহালকাদৌড়াতেহবে।ছফামারওয়াতেচলতে, কুরআনতেলাওয়াতওযেকোনধরণেরদুয়াপড়াযায়।এচলারসময়নির্ধারিতকোনদুয়াহাদীসেআসেনাই।মারওয়াতেওছফারমতইকাজ, তবেএআয়াতঃ(ইন্নাছছফাঅলমারওয়াতামিনশায়া-ইরিল্লাহ) এবং(আবদায়ুবিমাবাদাআল্লাহুবিহ) পড়তেহবেনা।এভাবেছফাওমারওয়াতে৭টিসায়ীকরতেহবে।ছফাথেকেমারওয়াতেগেলেএকসায়ীহবেএবংমারওয়াথেকেছফাতেআসলেদুটিসায়ীহবে।যাওয়াআসানতুনসায়ীহবে।
(৩) মাথারচুলখাটোবামুন্ডনকরাঃছফামারওয়াতেসায়ীশেষেমাথারসবচুলথেকেছোটবামুন্ডনকরাউভয়টিইবৈধ।তবেমুন্ডনকরাইউত্তম।কেননামুন্ডনকারিরজন্যআল্লাহররাসূলসাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লামতিনবারদুয়াকরেছেন।(বুখারী১৭২৮,মুসলিম৩১৪৮) আরমহিলারামাথারসমস্তচুলেরমাথাথেকেআঙ্গুলেরএকগিরাপরিমানছোটকরবেন।এখনআপনারউমরাহয়েগেল।তারপরসাধারনপোষাকপড়েযতদিনমক্কায়থাকবেন।নফলনামাজওনফলতাওয়াফকরবেন।
(www.blogkori.tk)
(www.blogkori.tk)
No comments:
Post a Comment