বইমেলায় মিনার মনসুরের কবিতা ও উপন্যাস


অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হচ্ছে সত্তরের অন্যতম কবি মিনার মনসুরের নির্বাচিত কবিতা। একেবারেই স্বতন্ত্র তাঁর কন্ঠস্বর। প্রেম ও দ্রোহ, সহজতা ও সুদূরতা, অস্তিত্ব ও অস্তিত্বহীনতা এবং মৃত্যু ও মৃত্যুহীনতা হাত ধরাধরি করে চলে মিনার মনসুরের কবিতায়। তবে প্রায়শ সবকিছুকে ছাপিয়ে ওঠে পৃথিবীর প্রতিটি প্রাণ ও ধূলিকণার জন্যে অনন্য এক মমত্ববোধ। ভিন্ন স্বরের এ কবির আটটি কাব্যগ্রন্থ থেকে বাছাইকৃত কবিতার সংকলন Ôনির্বাচিত কবিতা’।
No comments:
Post a Comment