জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালের ঐতিহাসিক উপন্যাস ‘অগ্নিকন্যা’
অমর একুশে গ্রন্থমেলায় আসছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা
কামালের ঐতিহাসিক উপন্যাস ‘অগ্নিকন্যা’। অগ্নিকন্যা ঐতিহাসিক উপন্যাস,
ইতিহাস গ্রন্থ নয়।
অগ্নিকন্যা এই উপন্যাসের প্রতীকী নাম। কাজেই শুধু একটি চরিত্রকে
কেন্দ্র করে এই উপন্যাস রচিত হয়নি। একটি বিশেষ সময়কে ধরার চেষ্টা করা
হয়েছে। এর সময়কাল হচ্ছে ১৯৪৭ থেকে ১৯৬৬ খ্রিস্টাব্দ। দেশভাগ ও তার
পরবর্তী প্রেক্ষাপটে ইতিহাসের নায়কদের ভূমিকা তুলে ধরার ক্ষেত্রে কোনোরকম
পক্ষপাতিত্ব করা হয়নি। লেখকের কথায়, ঘটনা পরম্পরায় যাঁর যে ভূমিকা ছিল তা
তুলে ধরতে কার্পণ্য করিনি।
বইয়ের লেখক মোস্তফা কামাল বলেন, দীর্ঘ আড়াই দশকের লেখালেখির জীবনে আমি
সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাটি অগ্নিকন্যা। যা ২০১৬ সালে লিখেছি। এজন্য
আমাকে বিস্তর বইপুস্তক, পত্র-পত্রিকা পড়তে হয়েছে। অনেক লাইব্রেরি ওয়ার্ক
করতে হয়েছে। আগে কখনো কোনো কাজের জন্য এতো বেশি পড়াশুনা, খাটাখাটনি করিনি।
আমার মাথার ওপর থেকে একটি বড় বোঝা নেমে গেছে। সেই সঙ্গে একটি বড় কাজ
করার আনন্দ অনুভব করছি।
তিনি বলেন, অগ্নিকন্যা প্রথম খণ্ড লেখা হয়েছে। আরো দুটি খণ্ড লেখার
ইচ্ছা আছে। বাংলা সাহিত্যের সবক্ষেত্রে কাজ করে যাবো। আরো বড় কিছু কাজ
করার পরিকল্পনা আছে আমার। এমন কিছু কাজ করতে হবে যা বাংলা সাহিত্যে
চিরস্থায়ী আসন করে নিতে পারে। আমার ধ্যানজ্ঞান হচ্ছে লেখালেখি।
No comments:
Post a Comment