সবার বাঁচার তাগিদে বলা --
এই পৃথিবী শেষ নয় । আমাকে আপনাকে মরতে হবে। তাই সকল পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে কিছু কথা না বলে থাকতে পারলাম না।
দয়া করে কোন পরিবারের মেয়েদেরকে এই ভাবে প্রকাশে জামা কাপড় ভিজাটে দিবেন না। আপনি ভাবতেও পারছেন না, আপনি বাবা-চাচা, মামা-খালু, ভাই-দুলা ভাই, মা-খালা, বোন ইত্যাদি হয়ে ক্ষনিকের আনন্দ পাবার জন্য তাকে কত বড় পাপ কাজে লিপ্ত করছেন। তাকে জিনায় লিপ্ত করে দিচ্ছেন। তাকে সরাসরি কত পুরুষ দেখছে। তার ভিডিও কত হাজার মানুষ দেখছে।
তাই সাবধান.....নিজেকে, পরিবারকে ও সমাজকে জাহাননাম থেকে রক্ষা করতে, পৃথিবীতে সুষ্ঠ, সুন্দর পরিবেশ তৈরী করতে এই সব কাজ থেকে বিরত থাকুন। আপনাকে আর শুনতে হবে না একটি নিষ্পাপ শিশুর কান্না, ইভটিজিং বা অসামাজিক কোন ঘটনা।
আল্লাহ আমাদেরকে ইসলামের পথে নিজেকে পরিচালিত করার সুযোগ দান করুক।
No comments:
Post a Comment