মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ আবার শুরু
মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও বিশেষ বাহিনী সোয়াট ‘অপারেশন হিট ব্যাক’ বৃহস্পতিবার সকাল থেকে আবার শুরু করেছে।
বুধবার রাতে ‘অপারেশন হিট ব্যাক’ সাময়িক স্থগিত করার পর বৃহস্পতিবার ভোরে অভিযান শুরু করার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে পরে শুরু হয়েছে।
এছাড়া মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানাটিও ঘিরে রেখেছে পুলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৌলভীবাজারে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের নতুন করে অভিযানে সকাল থেকেই বারবার বিঘ্ন ঘটছে।
বুধবার নাসিরপুরের বাড়িটিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা অভিযান চালান। টানা চার ঘণ্টা অভিযান চলার পর ‘অপারেশন হিট ব্যাক’ সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানান সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।
এর আগে সেখানে বৃষ্টির মধ্যে থেমে থেমে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাসিরপুর গ্রামের ওই জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হতে শুরু করেন সোয়াট সদস্যরা।
অপারেশন শুরুর আগে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সেখানে সোয়াট সদস্য ছাড়াও ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটসহ মৌলভীবাজারের আশপাশের জেলা এবং সিলেট রেঞ্জের বিপুল পরিমাণ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
বুধবার ভোর রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। দু’টি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে তাদের ধারণা।
বিকাল পৌনে ৫টার দিকে সোয়াট টিমের সদস্যরা নাসিরপুরে পৌঁছান। বুধবার দুপুর থেকে জঙ্গি আস্তানা দু’টির ২ কিলোমিটার এলাকার জন্য ১৪৪ ধারা এই আদেশ কার্যকর আছে। চ্যানেল আই অনলাইন (৩০ মার্চ ২০১৭ ১২:২৬)
No comments:
Post a Comment