ঢাকার ফুটবলে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার রেকর্ডটা কার?
পঁয়তাল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন মোহাম্মদ আলী।
ঢাকার ফুটবলে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটা এত দিন কার ছিল? সাবেক ফুটবলারদের মুখে জহিরুল হকের নামটাই সবার আগে আসে। অমলেশ সেন, ওয়াজেদ গাজী, সিনিয়র নাজির, গোলরক্ষক শহিদুর রহমান সান্টু, শামসুল ইসলামরাও খেলেছেন দীর্ঘদিন। শেখ মোহাম্মদ আসলামও অনেক দিন কাটিয়েছেন মাঠে। তবে হাসানুজ্জামান বাবলুর মতে, ‘এঁরা কেউ ৩৮-৪০ বছরের বেশি বয়সে খেলেছেন বলে মনে হয় না।’ গোলাম সারোয়ার টিপুরও একই কথা। জহিরুল হক নিজেই তো বলছেন, ‘পঞ্চাশের মাঝপথ থেকে সত্তরের মাঝামাঝি পর্যন্ত আমি ৩৮, ৩৯ বা বড়জোর ৪০ বছর পর্যন্ত খেলেছি।’
No comments:
Post a Comment