প্রতিদিন মধ্যরাতে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ!
প্রতিদিন মধ্যরাতে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার পরিকল্পনা করছে সরকার। মূলত শিক্ষার্থী ও তরুণদের মঙ্গলের কথা মাথায় রেখেই এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ এমন সুপারিশ করে একটি চিঠি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাত জেগে ফেসবুক ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে এবং তরুণদের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে।
টেলিকম বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করে গণমাধ্যমকে জানিয়েছেন, টেলিকম বিভাগ বিটিআরসির কাছ থেকে এ ব্যাপারে মতামত চেয়ে চিঠি পাটিয়েছে।
তিনি বলেন, প্রতিদিন নির্দিষ্ট একটি সময় ফেসবুক বন্ধ রাখলে কোনো ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা আছে কি না আমরা খতিয়ে দেখছি।
তিনি আরো বলেন, আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২৭ মার্চেই এরকম একটি চিঠি পেয়েছি। গত বছর ডিসিদের একটি সম্মেলনে তরুণদের ওপর ফেসবুকের বিরূপ প্রভাব নিয়ে আলোচনা হয়।
টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত সুপারিশ চাওয়া হয়েছে। এখন বিটিআরসি সুপারিশ করলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান সচিব।
বিটিআরসির তথ্যমতে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ৮০ শতাংশই সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে।
২০১৫ সালের নভেম্বর পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৬ কোটি ৩৯ লাখ ৪১ হাজার এবং একই সময়ে ফেসবুক ব্যবহারকারী ৩ কোটি ৮০ লাখ। মাঝে এক বছরে আরো যোগ হয়েছে কয়েক লাখ।
(blogkori.tk)
No comments:
Post a Comment