এসএসসির ফল প্রকাশ আজ
২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও
সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। এর মাধ্যমে এসব
পরীক্ষার প্রায় ১৭ লাখ ৮৬ হাজার পরীক্ষার্থীর অপেক্ষা শেষ হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
অধ্যাপক মো. মাহাবুবুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রী
নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বোর্ডের চেয়ারম্যানরা সকাল ১০টায় গণভবনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। এরপর দুপুর
সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো
হবে। বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত
পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে।
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ।
No comments:
Post a Comment