চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি
প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা ঘরে তুললো জার্মানি। ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। জয়সূচক গোলটি করেন লার্স স্টিনডল।
চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয় পেলেও পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে চিলি। তবে পরাস্ত করতে পারেনি জার্মান গোলপোস্টে চীন প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা টের স্টেগেনকে।
অথচ অ্যালেক্সিস সানচেজদের মুহুর্মুহু আক্রমণের মধ্যেই কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যায় জার্মানি। ম্যাচের ২০ মিনিটে চিলির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে জার্মান ফরোয়ার্ড টিমো ভের্নারের কাছ থেকে পাওয়া বল আলতো ছোঁয়ায় জালে জড়ান স্টিনডল।
পিছিয়ে পড়ে আরো আক্রমণ চালাতে থাকে দু’বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। তবে জার্মানির জামাট রক্ষণ ভেদে ব্যর্থ হয় তারা।
শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় প্রথমবার ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জয়ের আনন্দে মাতে জোয়াকিম লোর শিষ্যরা।
No comments:
Post a Comment