বিপিএলে দুর্দান্ত যত রেকর্ড
রাত পোহালেই সিলেটের মাটিতে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এবারই প্রথম সিলেটে যাচ্ছে বিপিএল।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দল সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। দিনের দ্বিতীয় ম্যাচটি হবে রানার্সআপ রাজশাহী কিংস এবং হট ফেবারিট রংপুর রাইডার্স। পঞ্চম আসরে নেমে পড়ার আগে দেখে নেওয়া যাক আগের চার আসরের রেকর্ডগুলো:
চ্যাম্পিয়ন: ২০১২ ও ২০১৩ সালে বিপিএলের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটর্স। তৃতীয় আসরে প্রথমবারের মতো শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গত বছর শিরোপা জয় করে ঢাকা ডায়নামাইটস।
সর্বোচ্চ দলীয় রান: সর্বোচ্চ দলীয় রান ২১৭। ২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে এই রান করেছিলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
সর্বনিম্ন দলীয় রান: গত আসরে খুলনা টাইটান্সকে ৪৪ রানে অলআউট করেছিল রংপুর রাইডার্স। এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন রান।
রানের হিসাবে বড় জয়: ২০১৩ সালের আসরে চট্টগ্রাম ভাইকিংস ১১৯ রানে হারিয়েছিল সিলেট রয়্যালসকে। এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানে জয়।
উইকেটের হিসেবে বড় জয়: বিপিএলে ১০ উইকেটে জয়ের রেকর্ড রয়েছে ২টি। বরিশাল হারিয়েছিল সিলেট রয়্যালসকে এবং চট্টগ্রাস ভাইকিংস হারিয়েছিলো সুপার স্টার্সকে।
সর্বাধিক রান: বিপিএলের ৪ আসর মিলিয়ে সবচেয়ে বেশি রানের মালিক জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ৪৬ ম্যাচের ৪৩ ইনিংসে ১১৭২ রান করেছেন তিনি।
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: বিপিএলের চতুর্থ আসরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে ১২২ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান।
সবচেয়ে বেশি ছক্কা: এই রেকর্ডটা কার হতে পারে সেটা নিশ্চয়ই অনুমান করেছেন পাঠকরা? হ্যাঁ তিনি ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। বিপিএলে এখন পর্যন্ত তার ছক্কার সংখ্যা ৬০টি।
সর্বোচ্চ সেঞ্চুরি: বিপিএলে ৪ আসর মিলিয়ে সেঞ্চুরি হয়েছে ৯টি। এখানেও ক্রিস গেইল সবার আগে। তার সেঞ্চুরিসংখ্যা ৩টি। এছাড়া ১টি করে সেঞ্চুরি আছে মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, সাব্বির রহমান, ডোয়াইন স্মিথ, আহমেদ শেহজাদ এবং এভিন লুইসের।
সর্বোচ্চ উইকেট: ৪৮ ম্যাচে বোলিং করে সর্বোচ্চ ৬১ উইকেটের মালিক ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।
এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট: বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কেভিন কুপার ২২ উইকেট নিয়েছিলেন। এটিই এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড।
সেরা বোলিং পরিসংখ্যান: ৬ রানে ৫ উইকেট নিয়ে বিপিএলের সেরা বোলিং ফিগার সাবেক দুরন্ত রাজশাহীর পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির। বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল: ৪৬ ম্যাচে ৪২ ডিসমিসাল নিয়ে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসাল 'মি. ডিপেন্ডেবল' মুশফিকুর রহিমের।
এক মৌসুমে সবচেয়ে বেশি ডিসমিসাল: বিপিএলের চতুর্থ আসরে ১৩ ম্যাচে ১৮ ডিসমিসাল নিয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
সর্বোচ্চ ক্যাচ: ৫১ ম্যাচে ২৭ ক্যাচ নিয়েছেন খুলনা টাইটান্সের বর্তমান অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ।
এক মৌসুমে সর্বোচ্চ ক্যাচ: এক মৌসুমে সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন ঢাকা গ্লাডিয়েটর্সের ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেনস। বিপিএলের দ্বিতীয় আসরে ১২ ম্যাচে ১১ ক্যাচ নেন স্টিভেনস।
সর্বোচ্চ রানের জুটি: সাবেক খুলনা রয়্যাল বেঙ্গলসের কিউই ক্রিকেটার লু ভিনসেন্ট এবং শাহরিয়ার নাফীসের ১৯৭ রানের জুটি।
সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার: বিপিএলের গত ৪ আসরে ৫১টি করে ম্যাচ খেলেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ: অধিনায়ক হিসেবে ৪৫টি করে ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তুজা এবং মাহমুদ উল্লাহ রিয়াদ।
আম্পায়ার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ: আম্পায়ার হিসেবে সর্বোচ্চ ৩৬ ম্যাচে দায়িত্ব পালন করেছেন এনামুল হক।
No comments:
Post a Comment