একুশ
কবি -রহমত উল্যা পাঠক
একুশ কারো নাকের নোলক
কারো হাতের বালা,
একুশ কারো স্মৃতির শোলক-
ভরা ফুলের ডালা !
একুশ কারো চুলের খোঁপায়
সাজিয়ে রাখা ফুল,
একুশ কারো কানের বাহার
ঝুমকোজবা দুল !
একুশ কারো পায়ের নূপুর
বাজেরে রুমঝুম,
একুশ কারো গলার মালায়-
জড়িয়ে থাকা ঘুম !
একুশ কারো ঘুমের ভেতর
রঙিন স্বপ্ন আঁকা,
একুশ কারো কালের খেয়ায়-
সাঁকোয় দু'পা রাখা !
একুশ কারো প্রাণের খোরাক
উজ্বলধারা হাসি,
একুশ কারো চোখের জলের-
প্লাবণ সর্বনাশী !
একুশ কারো কপালে'র টিপ
সুরুজরঙা ভোর,
একুশ কারো ঠোঁটের ছোঁয়ায়
ছড়ানো ও-রোদ্দুর !
একুশ কারো নতুন শাড়ির
সুঁতোয় বোনা সুখ,
একুশ কারো শোকের ছায়ায়-
সদা মলিণ মুখ !
-------------®-------------
facebook : https://www.facebook.com/goldenpenrup/
Youtube: https://www.youtube.com/channel/UC0XAhJ8q6BH03wm8fk-Bjqg?view_as=subscriber
www.blogkori.tk
No comments:
Post a Comment