মহাদেব সাহা'র প্রতি
- রহমত উল্যা পাঠক
***************
মহাদেব সাহা !
আহা !
মহাদেব সাহা !
মহাদেব,
আমার সবুজ সোনার বাংলা ছেড়ে চিরতরে
চলে গেলে, তামাটে কানাডয় !
ভালোবাসা ফেলে রেখে-
ব্যথাভার নিয়ে চলে গেলে, চলেই গেলে!
যাবার সময়-
ভালোবাসার নাম করে, এক টুকরো
বাঙলার আকাশ বুকপকেটে নিয়ে চলে গেলে-
ভালোবাসাহীন ভিনদেশে !
মহাদেব, আমার ভালোবাসার আকাশ যত্নে রেখো !
মহাদেব,
তুমি চলে গেছো তা'ই
বাংলার এ আকাশে এখন আর
অমাবস্যা -পূর্ণিমা রাতের প্রভেদ বোঝা যায় না!
এ আকাশ আজ জ্যোৎস্নালোকিত বা
ঝলমলে-উজ্জ্বল-রোদেলা নয়,
এ আকাশ 'সমুদ্রের লবন কিংবা
আর্সেনিক মুক্ত' মেঘনীল নয় !
মহাদেব, আমার সেই নির্মল-সুন্দর
আকাশ তোমার বুকপকেটে, আদরে রেখো !
মহাদেব,
এ আকাশে আজ আর পাখি ওড়ে না,
কিশোরের হাতের নাটাই এখন
ঘুড়িহীন শুধুই সুতোর ভার !
মহাদেব, আমার পাখির মিছিলে ঘুড়ি-ওড়া
রঙিণ আকাশ, বুকের বামপাশে নিয়ে উড়ে চলে গেলে !
মহাদেব,
মহাদেব তুমি তো জানো, আমার
হতঘড়ি নেই, আমি সূর্যের রঙ দেখে সময় পড়ি !
মহাদেব, আমার আকাশে আজ আর
সেই সূর্য'টা নেই !
আমার সূর্য-ঘড়ি আজও তোমার
বুকের বামে হার্টবিট হয়ে বাজে !
মহাদেব, আমার ঘড়িটি যত্নে রেখো !
মহাদেব,
মনে আছে, একবার আকাশের দিকে
তাকিয়ে তাকিয়ে আমি তোমার পানে
ছুটতে যেয়ে পা ফসকে পড়ে গিয়েছিলাম !
সেই আহত আমি, আজ অব্দি আর উঠে দাঁড়াতে পারিনি !
মহাদেব, আমি আবার আকাশের পবিত্র-
সুন্দরের দিকে তাকিয়ে উঠে দাঁড়াতে চাই !
মহাদেব, আমার আশার-আলোর আকাশ
তোমার বুকপকেটেই, ভালো রেখো!
মহাদেব,
আমাকে একা ফেলে রেখে, আমার বাংলার
আকাশ বুকপকেটে নিয়ে তুমি আজ পরবাসী !
মহাদেব, আমার সেই সোনারোদমাখা,
মেঘনীল আঁকা, স্বপ্নমুখর কল্পনার চেয়েও
অধিক ব্যাপ্ত, দ্যুতিময় আকাশ আজ
বড়ো বেশি প্রয়োজন !
মহাদেব, তুমি কি সে আকাশ আমায় ফিরিয়ে দেবে ?
মহাদেব,
আমার আকাশ চাই,
আমার শৈশবের ঘ্রাণমাখা, কৈশোরের সুখঢাকা,
যৌবনের দুরন্ত দুর্বার আকাশ চাই !
আকাশ চাই, আমার বাংলার আকাশ !
ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও !
দেবেনা ? ফিরিয়ে দেবেনা আমার আকাশ ?
যদি একান্তই তোমার কাছে রেখে দিতে-
চাও তো রাখো,
কিন্ত খেয়াল রেখো তোমার বুকপকেটে
যেনো উঁইপোকা ঢুকতে না পারে !
মহাদেব,
মহাদেব মনে রেখো, আমার এক আকাশ 'বাঙলা'
আজ তোমার বুকপকেটে গচ্ছিত !
তুমি আমার বাংলার আকাশ বুকের
ভেতর নিরাপদে রেখো,
আমার আকাশের খেয়াল রেখো,
আমার আকাশ আদরে রেখো,
যত্নে রেখো, যত্নে রেখো !!
--------------®-------------
কবিতাটির ভিডিও দেখতে ইউটিউব এ
facebook : https://www.facebook.com/goldenpenrup/
Youtube: https://www.youtube.com/channel/UC0XAhJ8q6BH03wm8fk-Bjqg?view_as=subscriber
www.blogkori.tk
No comments:
Post a Comment