প্রকৃতিগতভাবেই মানুষ বিপরীতলিঙ্গের আরাধ্য ব্যক্তিকে নিজের সবকিছুতেই কল্পনাপ্রসূত দেখতে পায় ! এরকম কল্পনাপ্রসূত ভাবনার বিরল সৌন্দর্য অঙ্কিত হয়েছে, "যেদিকে তাকাই সেদিকেই তুমি" কবিতায় !
যে দিকে তাকাই সে দিকেই তুমি
- রহমত উল্যা পাঠক
***************
যে দিকে তাকাই, সে দিকেই দেখি তুমি !
দু'-পা বাড়ালেই, সামনে তুমিই আছো !
হাত বাড়ালেও, শুধু তোমাকেই পাই !
চারদিকে শুধু তোমার শরীরগন্ধি-
বাতাস, তোমার হাসির নিক্কন বাজে
মনে ও মননে, ছড়ায় অমৃত সুধা !
এখানে জোছনা ও জোনাকি অর্থহীন !
অন্তরে-বাহিরে শুধু তুমি আর তুমি,
আমার পৃথিবী এখনও তুমিময় !
স্মিতা, ছুঁয়ে দেখি একবার বারবার-
তোমার মাথার সু-মসৃণ সিঁথি পথ !
নিপুণ শিল্পীত খোঁপার বাঁধন বন !
আলোকিত সূর্য জ্বলা কপালের টিপ !
আদিগন্ত জোড়া-ভ্রু খেলে কাজল দোলা !
নাকের-ডগায় সুচারু চিকন ঘাম !
ঠোঁটের সৈকতে গোলাপী জোয়র-ঢেউ !
চিবুকে ঠিকরে পড়া লাজ রঙা দ্যুতি !
কণ্ঠাগতপ্রাণ গন্দমের ছাপ নেই,
দৃষ্টি'রা পিচলে চলে যায় মোহনীয়-
বুকের সমান্তরাল পিরামিড শৃঙ্গে!
শাড়ির কুচি'তে গেঁথে রাখা চারুমন
আঁচলে দুলতে থাকে যৌবন-মরণ !
জমিনের বুকে নরম পাপোষে দৃষ্টি,
মন কাড়া এক জোড়া সেন্ডেলের দৃঢ়-
বিশ্বস্ত ফিতায় গেঁথে রাখা আঙুলের
ঐশ্বর্য থেকেও আমি কিছুতেই চোখ-
ফিরাতে পারি না ! ক্ষমা করো হে সুন্দর !!
--------------®-------------
Published : Golden Pen Channel.
Video Editing : Md. Delwar Hossain.
No comments:
Post a Comment